দেশের রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার
প্রকাশিত : ১৯:৩৪, ২৯ মার্চ ২০২৫

প্রবাসী বাংলাদেশিরা ঈদ উপলক্ষে পরিবারের জন্য রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, যার ফলে মার্চ মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ পর্যন্ত গ্রস রিজার্ভ ২৫.৪৪ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিএম-৬ পদ্ধতিতে ২০.৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে, যা তিন মাসের আমদানি খরচ মেটানোর জন্য পর্যাপ্ত।
এর আগে গত ৯ মার্চ আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমলেও চলতি রমজান মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগস্টে অন্তর্বর্তী সরকারের সময় থেকে রিজার্ভ স্থিতিশীল রাখতে ডলার বিক্রি সীমিত করা হয়েছে এবং নতুন উৎস থেকে ডলার সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ ১৪ বিলিয়নের ডলারের নিচে নামে। সে সময় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয়। আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর এসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে। আবার বিভিন্ন সোর্স থেকে ডলার যোগানের চেষ্টা করছে। তবে আগের দায় পরিশোধ করতে গিয়ে রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে কাছে ওঠানামা করছে।
এসএস//
আরও পড়ুন