দাম কমছে না চালের, বেড়েছে রসুনেরও [ভিডিও]
প্রকাশিত : ১৮:১৯, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:১৯, ২ মার্চ ২০১৮
কোনোভাবেই কমছে না চালের দাম। এখনও মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬২টাকায়। রসুনের দাম বেড়েছে ২০ টাকা।
মাসের শুরুর প্রথম ছুটির দিন। বাজারে তাই খাদ্য ও নিত্য পণ্যের সরবরাহ অন্য দিনের চেয়ে বেশি। তবে চালের দামে অস্বস্তিতে ক্রেতারা। গেলো সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সরু চাল। তার উপরে বেড়েছে রসুন, সয়াবিন তেল ও চিনির দাম। ভারতীয় রসুনের কেজিতে ২০টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০টাকায়।
বাজারে এখনও শীতকালীন সবজির সমারোহ। গ্রীষ্মকালীন সবজিও এসেছে অনেক। করলার কেজি ৭০ থেকে ৮০টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। টমেটোর দাম একেবারেই কম।
খাল বিল নদী শুকিয়ে যাওয়ায় বাজারে দেশি মাছের আমদানিও বেশ । অন্য সময়ের তুলনায় মাছের দাম কম বলে জানালেন বিক্রেতারা।
খাসির মাংস প্রতি কেজি ৭শ থেকে ৮শ, গরুর মাংস ৪৫০ থেকে ৪শ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ভেদে দামের কিছুটা হেরফের আছে।
ভিডিও লিংক:
টিকে
আরও পড়ুন