ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আইপিএফএফ প্রকল্পের ঋণ ব্যবহারে আবেদনের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১৩ মার্চ ২০১৮

বাংলাদেশ ব্যাংকের আওতায় ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফাইন্যান্সিং ফ্যাসালিটিজ (আইপিএফএফ) প্রকল্প-২ এর ঋণ সুবিধা ব্যবহারে আগ্রহী বেসরকারিখাতের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আগামী ১৯ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হবে।

এই জন্যে প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টসসহ বাংলাদেশ ব্যাংকের আইপিএফএফ প্রকল্প পরিচালক বরাবর আবেদন করতে হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের আইপিএফএফ প্রকল্প ২ সেল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

উল্লেখ্য, বিনিয়োগ ও রফতানি উন্নয়নের দু’টি প্রকল্প বাস্তবায়নে ৪৫ কোটি ৭০ লাখ ডলার ঋণ গ্রহণের জন্য সরকার গত বছরের ৫ নভেম্বর বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফাইন্যান্সিং ফ্যাসালিটিজ (আইপিএফএফ) প্রকল্প-২ বাস্তবায়নের জন্য নেওয়া হচ্ছে ৩৫ কোটি ৭০ লাখ ডলার।

প্রজ্ঞাপনে আইপিএফএফ প্রকল্পে-২ যে ম্যানুয়াল বা নীতিমালা রয়েছে, তা অনুসরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বব্যাংকের `আইডিএ` নামে বিশেষ সুবিধার আওতায় এই ঋণ পাচ্ছে বাংলাদেশ। এখন আইডিএ-১৭ চলছে; যার মেয়াদ শেষ ২০১৭ সালের জুনে।

তারপর শুরু হবে আইডিএ-১৮। আগামী তিন বছরে এর আওতায় ঋণ পাবে বাংলাদেশ।

কেআই/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি