ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

লন্ডনে বিমানের কার্গো পরিবহন শুরু আজ থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৮, ১৪ মার্চ ২০১৮

দুই বছর পর আবারো যুক্তরাজ্যে কার্গো পরিবহন শুরু হচ্ছে আজ বুধবার থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল মেরাজ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে বিমানের বিজি-০০১ কার্গো ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। যুক্তরাজ্যের কার্গো নিরাপত্তামান বিষয়ক এসিসি৩ অডিট সনদ অর্জন করায় কার্গো পরিবহনের পথ খুলেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের ৮ মার্চ ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। এ কারণে যুক্তরাজ্যে যাওয়ার আগে তৃতীয় কোনো একটি বিমানবন্দরে বাংলাদেশের কার্গো পরীক্ষা করে নেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি