ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ট্রাস্ট ব্যাংকের নতুন এএমডি হুমায়রা আজম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:১৮, ১৫ মার্চ ২০১৮

ট্রাস্ট ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন করেছেন হুমায়রা আজম। এর আগে তিনি ব্যাংক এশিয়া লিমিটেডে চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে কর্মরত ছিলেন।

হুমায়রা আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে ২০০৯ সালে তিনি দেশের কোনো বাণিজ্যিক আর্থিক প্রতিষ্ঠানে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আইপিডিসি বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন।

তিনি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির প্রথম নারী সদস্য। তিনি এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি আইআইডিএফসি ও বিডিআরএএলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি