ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রাজশাহী রুটে নভো এয়ার এর প্রতিদিন ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৫০, ১৮ মার্চ ২০১৮

রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি বিমানসংস্থা নভো এয়ার। আগামী এপ্রিল মাসের প্রথম দিন থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল থেকে প্রতিদিন রাজশাহী রুটে যাত্রী পরিবহন শুরু করবে নভো এয়ার। এছাড়াও গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার এবং সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট যুক্ত হতে যাচ্ছে নভো এয়ারের বহরে।

রাজশাহী রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) দুই হাজার ৯৯৯টাকা নির্ধারণ করেছে নভো এয়ার। ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর রাজশাহী থেকে সকাল ১১টা ৪০মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নভো এয়ার সূত্রে জানা যায়, যাত্রী চাহিদার কারণে নভো এয়ার গ্রীষ্মকালীন শিডিউলে ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৬টি, কক্সবাজার রুটে ৪টি ও সৈয়দপুর রুটে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিলেট রুটে ১টি, যশোরে ৩টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করে আসছে।

//এস এইচ এস//এসি

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি