ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

‘নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে সংকটে পড়বে আবাসন খাত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২০ মার্চ ২০১৮ | আপডেট: ১০:০৫, ২১ মার্চ ২০১৮

দেশে নির্মাণ সামগ্রী যেমন ইটা, বালু, সিমেন্ট, রড, টাইলসের প্রতিনিয়ত দাম বৃদ্ধির কারণে আবারও সংকটে পড়বে আবাসন খাত বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠেনর পক্ষে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সস্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, ক্রমবর্ধমান দাম বৃদ্ধির কারণে মারাত্মক সমস্যায় পড়বে আবাসন বা গৃহ নির্মাণ খাত। জ্বালানি তেল, বিদ্যুৎ ইত্যাদির দাম বাড়ায় চরম নেতিবাচক প্রভাব পড়েছে নির্মাণ শিল্পখাতের ওপরেও। এসব কারণে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন।

নির্মাণ সামগ্রীর দাম মাত্রাতিরিক্ত বাড়ায় শ্রমিকদের মজুরিও বেড়েছে অনেক বেশি। এসবের চাপাচাপিতে স্থবির হয়ে পড়বে আবাসন খাত।
তিনি বলেন, দেশের জনসংখ্যা ক্রমে বেড়েই চলেছে। ব্যবসায়ীরা আবাসন শিল্পে বিনিয়োগ করেছেন প্রচুর অর্থ। যারা বিনিয়োগ করেছে তারা অনেকে বিপাকে পড়বে। না পারবে ব্যবসা চালাতে, না পারবে বন্ধ করতে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্মাণ সামগ্রীর ওপরে কোন ধরনের চার্জ বা কর আরোপ করা হয়নি। বাড়েনি কোন কাচঁমালের দাম কিন্তু এই মূল্য বৃদ্ধি আবাসন শিল্প নির্মাণ খাতের জন্য খুবই ঝঁকিপূর্ণ হবে। এমনভাবে চলতে থাকলে সংকট উত্তরণের পথে থাকা আবাসন খাত আবারও বড় ক্ষতির মুখে পড়বে।
সংবাদ সস্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী শাওন, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি