ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ২০ মার্চ ২০১৮

নবাবগঞ্জের বারুয়াখালী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোন প্রধান মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম।

এ সময় ব্যাংকের বান্দুরা শাখা ব্যবস্থাপক এ.এইচ.এম সফিউল্লাহ, ব্যাংকের এজেন্ট ও মেসার্স সিনহা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মো. সিদ্দিকুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরকে//এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি