ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারের সব খবর

লেনদেনে কিছুটা উন্নীত সত্ত্বেও; বড় দরপতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২১ মার্চ ২০১৮

বড় ধরনের দরপতন হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৬৮টির, আর ১৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৭৭ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৭২ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৫২ কোটি ৮ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৮০টির, আর ১৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।   

শেয়ার বিক্রির ঘোষণা

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে এসব শেয়ার বিক্রি হবে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক

ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২২ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

প্রাইম ফাইন্যান্স ও ফ্যাস ফাইন্যান্স

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।

স্পট মার্কেটের খবর

২২ ও ২৩ মার্চ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। 

স্বাভাবিক লেনদেন শুরু

রেকর্ড ডেটের পর ২২ মার্চ গ্ল্যাক্সো স্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি