ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এভিয়েশন সেইফটি সেমিনার আয়োজন করল নভোএয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ২১ মার্চ ২০১৮

বিমান উড্ডয়নে নিরাপত্তা নিশ্চিত করতে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি বিমান পরিবহণকারী প্রতিষ্ঠান নভো এয়ার। “উডয়ন নিরাপত্তা নিশ্চিতকরণঃ তৃণমূল সম্পৃক্ততা” শীর্ষক সেমিনারটি গতকাল মঙ্গলবার রাজধানীর  বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সুচনা বক্তব্যে নভোএয়ার এর চেয়ারম্যান ফয়জুর রহমান বাদল এমপি জানান,” শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ম্যানেজমেন্ট থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এর জন্য যত ব্যয় প্রয়োজন হোক না কেন তাতে আমরা কুন্ঠিত হব না”।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নভোএয়ার এর চিফ অব সেইফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খান। সেমিনারে নভোএয়ার এর সব বিভাগীয় প্রধানগন উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তাদের কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশন্স) উইং কমান্ডার চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবীর, প্রিন্সিপাল অপারেশনস ইন্সপেক্টর ক্যাপ্টেন ফরিদুজ্জামান উপস্থিত ছিলেন।

নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতের জন্য সামগ্রিক পদক্ষেপগুলোর বর্ণনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নভোএয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, চিফ ফাইনান্সিয়াল অফিসার জনাব আরশাদ জামাল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর উর্ধ্বতন কর্মকর্তা এবং নভোএয়ার এর সব বিভাগের প্রতিনিধিবৃন্দ।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি