ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইআরএফ’কে ২০ লক্ষ টাকা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ২১ মার্চ ২০১৮

ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) ২০ লক্ষ টাকা প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় (সিএসআর)য় ইআরএফ এর  নিজস্ব কার্যালয় ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে এ অর্থ অনুদান দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর আল-আরাফাহ্ টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অর্থ প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এ অর্থ প্রদান করেন।  ইআরএফ-এর পক্ষে অর্থ অনুদান গ্রহণ করেন সংগঠনটির সভাপতি সাইফ ইসলাম দিলাল।

এ সময় অন্যান্যদের মাঝে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. ফজলুল করিম, এসভিপি মো. সানাউল্লাহ, ভিপি জালাল আহমেদ এবং ইআরএফের সাধারন সম্পাদক জিয়াউর রহমান ও সদস্য রেজাউল হক কৌশিকসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি