ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

পর্যটন মেলায় বুকিং দিলেই ভ্রমণে ছাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২২ মার্চ ২০১৮

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা ২০১৮। তিনদিন ব্যাপী এ মেলায় চলছে ছাড়ের ছড়াছড়ি।মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো বুকিংয়ের ওপর ২০ শতাংশ ছাড়সহ দিচ্ছে বিভিন্ন প্যাকেজ সুবিধা।

মেলা সরেজমিন ঘুরে দেখা যায়, মেলা উপলক্ষে বাংলাদেশ বিমান দিচ্ছে টিকিটের ওপর ২০ শতাংশ ছাড়। এ স্টলটির সামনে বেশ ভিড় দেখা গেছে। মেলার প্রথম দিনেই লোক সমাগম ছিল চোখে পড়ার মতো।মেলায় আগতরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন।সর্বোচ্চ ছাড়ে নিজের পছন্দনীয় জায়গায় ভ্রমনে অনেকে বুকিংও দিচ্ছেন।

মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মেলা চলাকালে ঢাকা থেকে  সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা, ইয়াঙ্গুন ও কুয়ালালামপুরে বিমান টিটিটে রাউন্ড ট্রিপ ও ওয়ান ওয়ে ট্রিপ উভয় ক্ষেত্রে দিচ্ছে ২০ শতাংশ ছাড়।ক্রেতাদের কাছ থেকে বেশ সাড়াও পাচ্ছে প্রতিষ্ঠানটি।

মেলায় অংশ নিয়েছে গ্রিন হিল হলিডেইস। স্টলটিতে দেখা যায় ক্রেতাদের ভ্রমণ সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর জানায়, “মেলা উপলক্ষে আমাদের রয়েছে বিশেষ ছাড়। দেশের ও দেশের বাইরে প্রতিটি প্যাকেজে ২০ শতাংশ ছাড় তো আছেই। এর সঙ্গে মেলায় বুকিং দিলেই থাকছে ছাতা, মগ ও ঘড়ি।

তিনি বলেন, ঢাকা টু কুয়ালালামপুর তিনদিন দুই রাতের প্যাকেজ মূল্য রাখছি ২৭ হাজার ৯৯৯ টাকা।সিঙ্গাপুর টু কুয়ালালামপুর ৫দিন ৪ রাত প্যাকেজ মূল্য রাখছি ৪৩ হাজার ৯৯৯ টাকা।কুয়ালালামপুর টু বালি ৫ দিন ৪ রাত প্যাকেজ মূল্য ৪৬ হাজার ৯৯৯ টাকা।এছাড়া আরো অন্যান্য রুটেও আমাদের নির্দিষ্ট প্যাকেজে ছাড় আছে।

তিনি বলেন, আমরা অভ্যন্তরীন রুটেও এ ছাড় ও প্যাকেজ রেখেছি। সেক্ষেত্রে ঢাকা টু সন্দরবন টু ঢাকা  তিনদিন ও দুই রাতের প্যাকেজ মূল্য রাখছি ১০৫০০ টাকা।ঢাকা টু কক্সবাজার তিনদিন ও দুই রাতের প্যাকেজ মূল্য ৮ হাজার ৫০০ টাকা।ঢাকা টু রাঙ্গামাটি টু ঢাকা তিনদিন ও দুই রাতের প্যাকেজ মূল্য ৮ হাজার ৫০০ টাকা।

মেলায় অভ্যন্তরীণ রুটে ছাড়ের অবারিত সুযোগ নিয়ে বসেছে নভোএয়ার। প্রতিষ্ঠানটি শর্তসাপেক্ষে ঢাকা টু কক্সবাজার তিনদিন দুই রাতের প্যাকেজ নিচ্ছে ১ হাজার ৭৭৭ টাকা। ঢাকা টু রাজশাহী ২ হাজার ৯৯৯ টাকা।

নভোএয়ার স্টলের সামনে দেখা হয় মেলায় ঘুরতে আসা বেসরকারি চাকরিজীবি হাসমত জোয়ার্দার। তিনি বলেন, আমরা কয়েক বন্ধু মিলে ভাবছি আগামীতে ঘুরতে যাবো। তাই আমি ঘুরে ঘুরে দেখছি। ছাড় আর জায়গার প্যাকেজ মূল্যের সমন্বয় ঘটাতে পারলে কাল এসে বুকিং দিব।

আরকে//  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি