ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্বাভাবিক আছে রাজধানীর কাঁচাবাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ২২:৩৬, ২৩ মার্চ ২০১৮

এ সপ্তাহে স্বাভাবিক আছে রাজধানীর কাঁচাবাজার। বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত আছে। তবে চিনির দাম এখনও কমছে না। সবজি ও মাছের দাম ক্রেতাদের হাতের নাগালে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত, তাই দামও স্বাভাবিক। করলা, ঢেড়শ, বেগুন, টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও হাতের নাগালে। ছোলা, মসুর ঢাল, তেল বিক্রি হচ্ছে আগের দামেই। চিনি কেজি প্রতি বেড়ে ৪ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬২ টাকায়।
স্থিতিশীল চালের দামও; মিনিকেট, স্বর্ণাসহ সব ধরণের সরু চাল বিক্রি হচ্ছে আগের দামে।
মাছের বাজার অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ ভালো ও দাম কম থাকলেও ক্রেতা তুলনামূলক কম।
বেড়েছে গরুর মাংসের দাম। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ৪শ’ ৭০ থেকে ৪শ’ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কেজিতে ৫০ টাকা কমেছে খাসির মাংসের দাম।

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি