ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে আইবিবিএল’র বর্ণাঢ্য র‌্যালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২৪ মার্চ ২০১৮

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের যেগ্যতা অর্জনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)  শনিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা  জোনের উদ্যোগে এ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার নেতৃত্বে খুলনা জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি খুলনা মহানগরীর প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে খুলনা শপিং কমপ্লেক্স-এর সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন খুলনা জোন প্রধান মো. মাকসুদুর রহমান, বক্তব্য রাখেন খুলনা শাখা প্রধান মো. শফিউল আজম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে অতীতে ইসলামী ব্যাংক যে অনবদ্য ভূমিকা রেখেছে আগামী দিনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়ও একইভাবে অবদান রেখে যাবে। তিনি এ ব্যাপারে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীকে আরও যত্নবান হওয়ার জন্য আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি