ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পর্যটন মেলায় সাড়ে ৪ কোটি টাকার বেশি লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২৫ মার্চ ২০১৮

সাড়ে চার কোটি টাকার বেশি লেনদেনের মাধ্য দিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাপ্ত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮। পূর্ববর্তী বছরের তুলনায় লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪০%-এর বেশি। দেশে-বিদেশের ৪৮ টি প্রতিষ্ঠান ৫ টি প্যাভিলিয়ন ও ৬০ টি বুথে তাদের পণ্য ও সেবা পদর্শন করেছে। তিনদিনে ১৫ হাজারের অধিক দর্শনার্থী মেলায় আসেন।

বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ৩ কোটি টাকার বেশি এয়ার টিকেট বিক্রি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার। দেশীয় এই বিমান সংস্থাগুলো দর্শনার্থীদের জন্য ২৫% পর্যন্ত মূল্যছাড় অফার করে। এ ছাড়াও শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরাও বিভিন্ন গন্তব্যের এয়ারটিকেট বিক্রি করেন।

দেশ কোটি টাকার অধিক মূল্যের ট্যুর প্যাকেজ, হোটেল, রিসোর্টসহ বিভিন্নি ভ্রমণসংকান্ত পণ্য ও সেবার অর্ডার লাভ করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণেরে জন্য দর্শনার্থীদের মধ্যে সর্বাধিক আগ্রহ পরিলক্ষিত হয়। সম্প্রতি সংঘটিত মর্মান্তিক দু্র্ঘটনা সত্ত্বেও অনেকেই নেপাল ভ্রমণের জন্য এয়ারটিকেট ও ট্যুর প্যাকেজ ক্রয় করতে দেখা যোয়।

নেপাল ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম অথোরিটি অব থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর তত্ত্বাবধানে ওই দেশগুলোর অনেক ট্যুর অপারেটর ও পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, রাশিয়াসহ বিভিন্ন দেশের ৪০ জনের অধিক ব্যবসায়ী প্রতিনিধি মেলা উপলক্ষে ঢাকায় আসেন।

অভ্যন্তরীণ খাতে দর্শনার্থীদের মধ্যে সুন্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও সিলেটে ট্যুর প্যাকেজর প্রতি বিশেষ আগ্রহ পরিলক্ষিত হয়।

মেলার সমাপনী দিনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে নৌ-পর্যটন’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ড. মো. নাসির উদ্দিন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মনিটর প্রধান সম্পাদক ও বিশিষ্ট ভ্রমণবিষয়ক লেখক রকিব সিদ্দিকী।র‌্যাফল ড্র এর মাধ্যমে এ মেলা সমাপ্ত হয়।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি