ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

চলচ্চিত্রপ্রেমীদের জন্য মিট অ্যান্ড গ্রিট ক্যাম্পেইন রবি স্ক্রিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ২৯ মার্চ ২০১৮

গ্রাহকদের জন্য সম্প্রতি মিট অ্যান্ড গ্রিট ক্যাম্পেইন চালু করেছে রবি স্ক্রিন এ ক্যাম্পেইনের আওতায় কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা জনপ্রিয় তারকা আরেফিন শুভ, অনন্য অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও কিংবদন্তিতুল্য অভিনেতা আলমগীরের সাথে দেখা করা এবং তাদের সাথে সময় কাটাতে পারবেন

প্রতিযোগীদের মধ্যে প্রথম ২ হাজার পয়েন্ট অর্জনকারী ১০ জন বিজয়ী তাদের প্রিয় তারকাদের সাথে দেখা করার সুযোগ পাবেন। বাংলা সিনেমা বা বিনোদনের ওপর কুইজের প্রশ্নগুলো সাজানো হবে।

ওয়েব বা ওয়াপ অথবা রবি স্ক্রিন অ্যাপ ডাউনলোড করে (অ্যানড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য) রবি গ্রাহকরা কুইজে অংশ নিতে পারবেন। কুইজ খেলার জন্য অ্যাপ ও ওয়াপ বা ওয়েবে নির্দিষ্ট সেট আপ দেওয়া আছে। তবে রবি গ্রাহকদের প্রথমে রবি স্ক্রিন সার্ভিস সাবসস্ক্রাইব করতে হবে। রবি স্ক্রিন সার্ভিসের বর্তমান গ্রাহকরা শুধু পোর্টালের হোমপেজ ভিজিট বা ওয়াপ বা মোবাইল অ্যাপের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১২ দিনব্যাপী এ ক্যাম্পেইনটি চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি