ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চিকিৎসা সেবা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৫০, ২ এপ্রিল ২০১৮

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের কাউনিয়াতে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানীত পরিচালক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ভরসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ২৩২৫ জন রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ৩১৫ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়।        

সংবাদ বিজ্ঞপ্তি

আরকে//এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি