ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

মার্চে প্রবাসী আয় বেড়েছে ২১%

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৩ এপ্রিল ২০১৮

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় (রেমিট্যান্স) বাড়ছে। চলতি বছরের সদ্যসমাপ্ত মার্চ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ১৩০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। যা গত বছরের একই মাসের চেয়ে ২১ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে (মার্চ) প্রবাসী বাংলাদেশিরা ১০৭ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা এক হাজার ৭৬ কোটি ১৩ লাখ ডলার ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

এদিকে রোজা ও ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে প্রবাসী আয়ে এ ইতিবাচক ধারা দেখা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকটির মাধ্যমে সদ্যসমাপ্ত মার্চে ২৮ কোটি ২৫ লাখ ডলার এসেছে। এর পরেই রয়েছে সরকারি অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৫৫ লাখ ডলার এসেছে।

প্রবাসীরা বাংলাদেশে যে আয় পাঠান, তার অর্ধেকের বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তবে জ্বালানি তেলের দাম কমে যাওয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসী নীতিমালার পরিবর্তনসহ বিভিন্ন কারণে গত বছর রেমিট্যান্স কমে যায়। এখন জ্বালানি তেলের দাম বাড়ার সাথে অভিবাসী সমস্যা সমাধানের কারণে অবস্থার উন্নতি হচ্ছে।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি