ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জমে উঠছে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স উইক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ৩ এপ্রিল ২০১৮

দেশি-বিদেশি ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের  জাবের অ্যান্ড  জুবায়ের ‘ফেব্রিক্স উইক’ প্রদর্শণী। রোজ পনের থেকে বিশটি দেশের বড় বড় পোশাক শিল্প প্রতিনিধিরা এ প্রদর্শনীতে আসছেন। তারা সাজিয়ে রাখা বিভিন্ন নতুন আইটেমের পোশাক ঘুরেঘুরে দেখছেন। আর তাদের পরিদর্শনের সহযোগিতায় ব্যস্ত সময় কাটছে কর্মীদের।

রাজধানীর গুলশান-২ এ কনকর্ড টাওয়ারের তের তলায় জাবের অ্যান্ড জুবায়ের করপোরেট অফিসে  দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনী আজ মঙ্গলবার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়। গত সোমবার থেকে শুরু হওয়া একক প্রতিষ্ঠানের এ পণ্য প্রদর্শণী চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত। এবারের প্রদর্শনীতে দেশী-বিদেশি তিনশ’ ক্রেতা মেলা পরিদর্শনের জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স বাংলাদেশের কার্যনির্বাহী পরিচালক সাজেদুর  রহমান তালুকদার বলেন, পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম নির্ভরস্থল। বিশ্ববাজারে  চীন, ভারত ইত্যাদি দেশের সঙ্গে আমাদের প্রতিযোগিতা চলছে। এরকম অবস্থায় ‘মিল উইক’ গোটা বাংলাদেশের ইমেজ বৃদ্ধিতে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এ মিল উইককে মূলত ডেনিম এক্সপোর বিপরীতে নন ডেনিম এক্সপো হিসেবে নেওয়া যেতে পারে। আমরা এটা ছোট পরিসরে শুরু করেছি শুধু জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স দিয়ে। আস্তে আস্তে এটা অন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে বড় পরিসরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি।

আয়োজক সূ্ত্রে জানা গেছে, দেশের সর্বোচ্চ  রফতানিকারক প্রতিষ্ঠান জাবের অ্যান্ড  জুবায়ের ফেব্রিক্স। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ায় পোশাক ও কাপড় ক্রেতারা এ ধরনের মিল উইকের আয়োজন করে থাকে প্রতি বছর। সেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, ভিয়েতনাম, মিশরসহ বিভিন্ন দেশের পোশাক উৎপাদনকারীরা অংশ নেয়। নিজেরদের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরতে জাবের অ্যান্ড জুবায়ের প্যারিসের টেক্সওয়াল্ডসহ প্রথম শ্রেণীর মিল উইকগুলোতে নিয়মিত অংশ নিয়ে আসছে।  এবার নিজেরাই মিল উইকের উদ্যোগ নিয়েছে জাবের অ্যান্ড জুবায়ের। যা বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল বাস্তবতায় একেবারেই নতুন একটি অধ্যায়।

মূলত গ্রীষ্ম এবং বসন্তকালে কাপড় বা  ফেব্রিক্স প্রদর্শন করা হবে। বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচ অ্যান্ড এম মার্কস অ্যান্ড স্পেন্সার, সিয়ার্স, কোহলস, সি অ্যান্ড এ, কার্টারস প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মিল উইকে অংশ নেবেন।

আজ দুপুর পর্যন্ত প্রদর্শনীতে ফিলিপাইনের কনকর্ড ভেন্সার, জাপানের মারুবিনি  ইউনি ক্লো, রাশিয়ার ওডজি, ইউরোপের উইন্ডি গ্রুপ, ইংল্যান্ডের সিরিফিল্ড, হংকংয়ের ইপিআইসি, ভারতের জেডএক্সওয়াই ইন্টারন্যাশনালসহ বিশ্বের ১০টি দেশের বিখ্যাত পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিদর্শনে আসেন।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স বাংলাদেশের  ব্র্যান্ড অ্যান্ড কাস্টমার কেয়ার ম্যানেজার অনল রায়হান বলেন, এবার প্রদর্শনীতে অংশ নিতে আমাদের অফিসের ওয়েবসাইটে নির্দিষ্ট নিয়মে প্রায় ৩শ’ পরিদর্শক নিবন্ধন করেন। তারা দিনের বিভিন্ন সময় এসে আমাদের পণ্যগুলো দেখছেন এবং ধারণা নিচ্ছেন।

আরকে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি