ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

স্যাভলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৪ এপ্রিল ২০১৮

এন্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলনের সঙ্গে ১ বছর মেয়াদী চুক্তিতে আবদ্ধ হলেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এ চুক্তি অনুযায়ী মাহমুদউল্লাহ স্যাভলনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে বিভিন্ন প্রচার কার্যক্রমে প্রতিনিধিত্ব করবেন।

আজ মঙ্গলবার তেজগাঁও এ অবস্থিত এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অফিসের নিনাকাব্যে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান ও বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ।

বাংলাদেশের বাজারে স্যাভলন ব্র্যান্ডের রয়েছে বহুল জনপ্রিয় এন্টিসেপটিক লিকুইড, ক্রিম, সাবান, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, ওয়াইপস ও ব্যান্ডেজ । বহুবছর ধরে বাংলাদেশের প্রতিটি পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে স্যাভলন। ক্ষত-পোড়া ও কাটা-ছেঁড়া প্রতিকারে, জীবাণুমুক্ত গোসলে ও ঘরের পরিচ্ছন্নতায় স্যাভলন নিশ্চিত করেছে জীবাণুমুক্ত প্রতিদিন। প্রাথমিক চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ তাই স্যাভলন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরকে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি