ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে সাড়ে ৬ শতাংশ: বিশ্বব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৯ এপ্রিল ২০১৮

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে জিনিয়েছে বিশ্বব্যংক। যা সরকারের হিসাব ৭ দশমিক ৬৫ শতাংশের চেয়ে ১ দশমিক ১৫ শতাংশ কম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-২০১৮’ প্রতিবেদনে প্রবৃদ্ধির এ পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক।  প্রতিবেদন প্রকাশের সময় সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সম্ভাব্য জিডিপির এমন পূর্বাভাস প্রকাশ করেন।

এতে বলা হয়েছে, আগামী ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবছরে গিয়ে প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ শতাংশ। এর আগে গত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠকে পরিকল্পনামন্ত্রী জানিয়েছিলেন, অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ৬৫ শতাংশ।

আরকে//এসএইচ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি