ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ডুয়েটের সঙ্গে অগ্রণী ব্যাংকের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ১০ এপ্রিল ২০১৮

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের গৃহ নির্মাণে একশত কোটি টাকার ঋণ বিতরণের জন্য  ‘হোলসেল সাধারণ গৃহ নির্মাণ ঋণ (আবাসিক)’ চুক্তি সাক্ষরিত করেছে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অগ্রণী ব্যাংক লিমিটেড, ডুয়েট শাখা।

মঙ্গলবার এ  চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর জোনের প্রধান মো. ফজলে খোদা।

এ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাক্ষর করেন কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ব্যাংকের পক্ষে ডুয়েট শাখার ব্যবস্থাপক এস এ আল-মামুন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, সিনিয়র শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের তিনটি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি