ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ওয়ান স্টপ সার্ভিস চালু করবে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ১০ এপ্রিল ২০১৮

বিনেয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করবে। মঙ্গলবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে বিজনেস অটোমেশন কোম্পানি লিমিটেডের সাথে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যক্রম সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং বিজনেস অটোমেশন কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান এই চুক্তি স্বাক্ষর করেন।

হাই-টেক পার্কগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত বিভিন্ন সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে সেবা প্রদান করা হবে।

এই সেবা আরো সহজীকরণের লক্ষ্যে ওয়ান-লাইন ভিত্তিক ওএসএস সার্ভিস চালু করা হবে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বিজনেস অটোমেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি