ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

কাগজের দাম কমানোর দাবি বিপিসিটিএমএ’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৬ এপ্রিল ২০১৮

পেপার কোন ও পেপার টিউব উৎপাদনে ব্যবহত কাগজের বর্ধিত মূল্য কমানোসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেপার কোন অ্যান্ড পেপার টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিসিটিএমএ)।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার মো. সালাহউদ্দিন এসব দাবি জানায়। এ সময় অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের অর্থনীতির প্রাণ গার্মেন্টস খাতকে প্রত্যক্ষ সহায়তাকারী পেপার কোন ও পেপার টিউব উৎপাদন শিল্পের ব্যবহৃত কাঁচামাল কাগজের অস্বাভাবিক মূল্য বৃ্দ্ধি পেয়েছে।এতে করে শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা চরম লোকসান গুণছে। গত কয়েক সপ্তাহে কাগজের মূল্য ৬ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত টন প্রতি বৃদ্ধি পেয়েছে। এই কাগজ স্থানীয় মিলে তৈরি হয়।সাধারণত কুড়ানো কাগজ ও ওয়েষ্ট পেপার থেকে এ বোর্ড উৎপাদন হয়।

গত ১৫ দিনের মধ্যে ওয়েষ্টেজ পেপার, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন খরচ, ভ্যাট-ট্যাক্স কোন কিছুর মূল্য বৃদ্ধি পায় নাই। বোর্ড মিল মালিকরা অযৌক্তিকভাবে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করেছেন।তারা অতিমুনাফা লাভের  উদ্দেশ্যে এ দাম বৃদ্ধি করেছে।পেপার কোন অ্যান্ড পেপার টিউব শিল্পকে ধ্বংস করে দেওয়ায় তাদের উদ্দেশ্য। 

অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার মো. সালাহউদ্দিন এর উত্থাপিত ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল- কাগজের অস্বাভাবিক মূল্য যৌক্তিক পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। সরকারের একটি বিশেষ তহবিল গঠনের মাধ্যমে এ শিল্পকে বিশেষ সহায়তা দেওয়া। ৫০০ একর জমি বরাদ্দের মাধ্যমে গাজীপুর জেলায় একটি বিশেষায়িত শিল্প অঞ্চল গড়ার ব্যবস্থা নেওয়া। সরকার বন্ড ফ্যাসেলিটির মাধ্যমে আন্তর্জাতিক পণ্য তৈরিতে সহায়তা দিয়ে এবং বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেওয়ার দাবি।

আরকে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি