ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পথশিশুদের নিয়ে কমিউনিটি পার্টনারশিপ ডে নোভারটিসের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ২২ এপ্রিল ২০১৮

রাজধানীর পথশিশুদের নিয়ে ‘বার্ষিক কমিউনিটি ডে’ পালন করল নোভারটিস বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ১২০ জন কর্মী নিজেদের এক দিনের কর্মঘন্টা করেন এসব পথশিশুদের সাথে।

আজ ২২ এপ্রিল রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথশিশুদের নিয়ে এই উৎসবের আয়োজন করে সুইজারল্যান্ড ভিত্তিক বৈশ্বিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নোভারটিস এজি’র বাংলাদেশী অঙ্গ প্রতিষ্ঠান নোভারটিস বাংলাদেশ।

নোভারটিস বাংলাদেশ এই বছর স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে কমিউনিটি পার্টনারশিপ ডে উদযাপন করে। বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত সমাজের আশ্রয়হীন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের শিক্ষা, আশ্রয় এবং ক্ষমতায়নের জন্য কাজ করে।  

নোভারটিস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে, নোভারটিসের কর্মীরা স্বেচ্ছায় তাদের সাথে একটি দিন কাটান। এসময় তারা পথশিশুদের জন্য রান্না করেন এবং খাবার পরিবেশন করেন। এছাড়াও শিশুদের সাথে গল্প বলা, খেলাধুলা করার পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়েও তাদেরকে জানান প্রতিষ্ঠানটির কর্মীরা।   

‘হ্যাপিনেস ডিস্ট্রিবিউশন’ বা সুখ ভাগাভাগির অংশ হিসেবে নোভারটিস কর্মীরা পথ শিশুদের মধ্যে নতুন পোষাক, জুতো, স্কুলব্যাগ এবং ঈদের আগাম উপহার বিতরণ করেন।  

অনুষ্ঠানে নোভার্টিস বাংলাদেশের কান্ট্রি প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শেখ নাহার মাহমুদ বলেন, ‘সমাজের প্রতি নোভারটিস কর্মীদের দায়বদ্ধতা প্রমাণের সুযোগ তৈরি করে দিয়েছে কমিউনিটি পার্টনারশিপ ডে। এই আয়োজন সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ নিজ সামর্থ অনুযায়ী কিছু করার এবং  তাদের প্রতি করপোরেট ও  সামর্থবানদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুকরণীয় হবে বলে আমার বিশ্বাস।’ 

প্রসঙ্গত, বিশ্বের ৬ টি মহাদেশের ৫৮টি দেশের কমপেক্ষ ২৩ হাজার ৯০০ নোভার্টিস কর্মী অলাভজনক এবং স্থানীয় প্রতিষ্ঠানের সাথে এক লক্ষ ৯১ হাজার দুইশ ঘণ্টার কমিউনিট সেবা প্রদান করে আসছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন বাংলাদেশ ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাথে যৌথ মালিকানায় নোভারটিস বাংলাদেশ নামে এদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে নোভারটিস এজি।  

//এস এইচ এস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি