ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সোস্যাল ইসলামী ব্যাংক সিলেট শাখাসমূহের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৪৪, ২২ এপ্রিল ২০১৮

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সিলেট অঞ্চলের ০৭ টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে এক ব্যবসায়িক সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (২১ এপ্রিল) গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।    

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। ব্যাংকের কোম্পানী সেক্রেটারী আবদুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  আকমল হোসেন ও ভাইস প্রেসিডেন্ট কে. এম শরীফুল আলম এবং সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ ব্যবসায়িক সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কাজী ওসমান আলী তার বক্তব্যে গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময়  তিনি ব্যাংকের আমানত ও বিনিয়োগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি