ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাজেটের ৯০ভাগই বাস্তবায়িত হবে নিজস্ব অর্থায়নে

প্রকাশিত : ২০:০১, ২ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৩, ৪ এপ্রিল ২০১৭

স্মরণকালের সবচেয়ে বড় এই বাজেটের প্রায় নব্বই ভাগই বাস্তবায়িত হবে নিজস্ব অর্থায়নে। ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকার ঘাটতি মেটাতে নির্ভর করা হবে অভ্যন্তরীন উৎসসহ দেশীয় ব্যাংক ঋণের উপর। আত্মসাবলম্বি এই বাজেটের আয়-ব্যয়ের আরও খুঁটিনাটি জানাচ্ছেন রাফে সাদনান আদেল। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট যেখানে ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা, ৪৫ বছরের ব্যবধানে সেই আকার প্রায় সাড়ে চার’শ গুণ বেড়ে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এই বাজেটেও ঘাটতি থাকছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এই ঘাটতি পূরণে মূল ভরসা নিজস্ব অর্থায়ন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয়ের ফর্দে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২, ১৫, ৭৪৪ কোটি টাকা, অনুন্নয়ন রাজস্ব ব্যয় ১, ৮৮, ৯৬৬, অভ্যন্তরীন ঋণের সুদ ৩৮, ২৪০ কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ ১,৭১১ কোটি টাকা। এডিপি বহির্ভুত প্রকল্প ৪, ১৭৪ কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১, ১০, ৭০০ কোটি টাকা। আর সবমিলিয়ে মোট ব্যয় ৩, ৪০, ৬০৫ কোটি টাকা। এদিকে বৈদেশিক অনুদানে শতকরা ১.৬ ভাগ, বৈদেশিক ঋণ ৯ ভাগ, অভ্যন্তরীণ অর্থায়ন হবে ১৮.১ ভাগে আর করহীন প্রাপিÍ ধরা হয়েছে ৯.৫ ভাগ। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আসবে শতকরা ২.১ ভাগ, জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৫৯.৭ ভাগ। এই বাজেট বাস্তবায়নে আয়ের উৎসের তালিকায় জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রিত কর থেকে ২, ১০, ৪০২ কোটি টাকা, এনবিআর বহির্ভুত কর ৭, ২৫০ কোটি টাকা, কর ব্যতিত আয় প্রাপ্তি থাকছে ৩২, ৩৫০ কোটি টাকা। <ংঃৎড়হম>সর্বমোট আয় ২, ৪৮, ২৬৮ কোটি টাকা; সাথে থাকছে বৈদেশিক অনুদান ৫৫১৬ কোটি টাকা। এদিকে, বাজেট ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা মেটাতে বৈদেশিক ঋণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০, ৭৮৯ কোটি টাকা, অভ্যন্তরীন ঋণ আসবে ৬১, ৫৪৮ কোটি টাকা; এর মধ্যে ব্যাংক থেকে ৩৮, ৯৩৮ কোটি টাকা আর ব্যাংক বহির্ভুত ঋণ থাকছে ২২, ৬১০ কোটি টাকা।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি