ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

২ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টিতে বিএফপি-বি গ্র্যান্ট চুক্তি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৪ এপ্রিল ২০১৮

আগামী পাঁচ বছরের মধ্য ২৫ হাজার ক্ষুদ্র ও ছোট এন্টারপ্রাইজকে উন্নত ব্যবস্থাপনার জন্য সহজ ও স্বল্প-খরচে ক্রেডিট সুবিধা এবং সহযোগিতা দিতে যাচ্ছে ডিজিটাল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম। এ উপলক্ষ্যে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ন্যাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেডের সঙ্গে বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ (বিএফপি-বি)` গ্র্যান্ট চুক্তি সই হয়েছে।  

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল দি ওয়েস্টিনে আইপিডিসি’র প্রকল্প‘ অর্জন’র অধীনে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্ম’র উন্নয়নের জন্য এই চুক্তি সই হয়। এ সময় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম, ডিএফআইডি অনুমোদিত এজেন্ট ন্যাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেডের ডিরেক্টর বুদ্ধিকা সামারাসিঙ্গে, বিএফপি-বি’র টিম লিডার ফয়সাল হুসাইন, বিএফপি-বি’ র চালেঞ্জ ফান্ড ম্যান্যাজার  আরাফাত হুসাইন, নেসলে বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট নকীব খান প্রমুখ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথাগত এবং ম্যানুয়াল প্রক্রিয়া থেকে সরে এসে বাংলাদেশে এই প্রথমবারের মতো, ‘আইপিডিসি-অর্জন’ নামক একটি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে; যেটি করপোরেট, এমএসই এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একটি একক চেইনে নিয়ে আসবে। ‘অর্জন’ একটি বিস্তৃ সাপ্লাই চেইন আর্থিক সেবা। যেখানে থাকছে সহজে আর্থিক সুবিধা পাওয়ার মাধ্যমে ফ্যাক্টরিং, রিভার্স ফ্যাক্টরিং, ওয়ার্ক ওর্ডার এবং ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং। দেশে হোলিস্টিক সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ইকো-সিস্টেম তৈরি করাই হলো ‘অর্জন’র লক্ষ্য এবং এ ধরণের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম। 

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি সবসময় বাংলাদেশের ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলোতে সুযোগ-সুবিধা তৈরিতে কাজ করে থাকে। এই ক্ষেত্রগুলোতে দেশের ডিজিটাল সাপ্লাই চেইন ফাইন্যান্স প্ল্যাটফর্মকে আরও উন্নত করার লক্ষ্যে সাপ্লাই ও পরিবেশনার সাথে সম্পৃক্তদের জন্য আমরা ‘অর্জন’ প্ল্যাটফর্মটি নিয়ে এসেছি। এই প্ল্যাটফর্মটি আগামী পাঁচ বছরের মধ্য ২৫ হাজার ক্ষুদ্র ও ছোট এন্টারপ্রাইজকে উন্নত সাপ্লাই চেইন ব্যবস্থাপনার জন্য সহজ ও স্বল্প-খরচে ক্রেডিট সুবিধা এবং সহযোগিতা দিবে। এর  ফলে আগের চেয়ে বেশি আর্থিক অগ্রগতিসহ উন্নত ব্যবসায়িক পরিবেশ, বাজার সম্প্রসারণ এবং দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

ন্যাথান অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেডের ডিরেক্টর বুদ্ধিকা সামারাসিঙ্গে বলেন, বাংলাদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এন্টারপ্রাইজকগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে আমরা আইপিডিসি’র সাথে থাকার উদ্যোগ নিয়েছি। এসব এন্টারপ্রাইজকে সহযোগিতা প্রদানের সুযোগ করে দেওয়ায় আইপিডিসি’কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করছি এই উদ্যোগ থেকে এ দেশের এন্টারপ্রাইজগুলো দারুণভাবে উপকৃত হবে এবং বাংলাদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এন্টারপ্রাইজগুলোকে দ্রুত এগিয়ে নিতে আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনার সুবিধা নিশ্চিত করবে।

আরকে/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি