ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

চার খাতে বিনিয়োগে আগ্রহী পশ্চিমবাংলার ব্যবসায়ীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২৫ এপ্রিল ২০১৮

বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি (আইটি) এবং ব্যাংকিং খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবাংলার ব্যবসায়ী-উদ্যোক্তারা। দুদেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে তারা যৌথভাবে বাংলাদেশে উন্নতমানের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।

বুধবার রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে সফররত বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) প্রতিনিধিদল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদল প্রধান ও বিসিসিআই সভাপতি চন্দ্র শেখর ঘোষ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবাংলার ভাষা ও সংস্কৃতির অনেক মিল রয়েছে। দু’দেশের সরকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এখন ব্যবসায়ীরা একত্রে কাজ করলে দু’দেশকে আমরা এগিয়ে নিতে পারব।

তিনি বলেন,‘শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি খাতে আমরা ভাল করছি। এসব খাতে আমাদের অবকাঠামো এবং দক্ষতা যথেষ্ট ভালো। দু’দেশকে এগিয়ে নিতে আমরা একত্রে কাজ করতে পারি। আপনাদের সহযোগিতায় বাংলাদেশে আমরা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা গড়ে তুলতে চাই।’

বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, গত বছর ৩২ লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ করেছে। এর বড় অংশ ছিল চিকিৎসা সেবা প্রার্থী। বাংলাদেশে যদি উন্নতমানের স্বাস্থ্যসেবা গড়ে তোলা সম্ভব হয়, তাহলে তাদেরকে চিকিৎসার জন্য আর ভারতে যেতে হবে না।

বৈঠকে সভাপতির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন উন্নয়নের পর্যায়ে রয়েছে। দু’দেশেরই রয়েছে বড় বাজার। ব্যবসায়ীরা একত্রে কাজ করলে ৭ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যকে সহজেই এগিয়ে নেওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এফবিসিসিআই জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে ব্যবসা পরিচালনা করতে চাইলে-সহজে পারে না। অফিস স্থাপন করা বেশ জটিল। তিনি ভারতে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা কার্যক্রম সহজ করতে বিসিসিআই প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন।

বিগত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ভারতে ৬৭২ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। পক্ষান্তরে এ সময়ে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমান ছিল ৬১৬২ দশমিক ২০ মিলিয়ন ডলার। বাসস

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি