ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্যের দাম কম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৩০, ২৭ এপ্রিল ২০১৮

চট্টগ্রামের খাতুনগঞ্জে রমজানের নিত্যণ্যের দাম গতবারের চেয়ে কম। নিম্নমুখী আন্তর্জাতিক বাজার, আর চাহিদার তুলনায় বেশি আমদানির কারণে এবার বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, ছোলা, খেজুর, চিনি, তেলসহ বেশিরভাগ নিত্যপণ্যের চাহিদা মেটাতে হয় মূলত আমদানির মাধ্যমে। ব্যবসায়ীদের তথ্য মতে, প্রতিবছর রোজায় ছোলার চাহিদা ২ লাখ ২২ হাজার মেট্টিক টন। চিনি ৩ লাখ মেট্টিক টন। ভোজ্য তেলের চাহিদা ৩ লাখ মেট্টিক টন। খেজুর লাগে ৩ লাখ মেট্টিক টন।
অন্য বছর এসব পণ্যের বাজারে আগুন থাকলেও, এবার ভিন্ন কিছু আশা করছেন এই ব্যবসায়ী। খাতুনগঞ্জে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পামওয়েল ৩৭ টাকা, সয়াবিন ৮৩ টাকা। চিনি ৫০ টাকা, আর খেজুর ৬২ থেকে ৯২ টাকা।
বাজার স্থিতিশীল রাখতে জাহাজ জট, শুল্কায়নে বিলম্ব ও মহাসড়কে ওজন নিয়ন্ত্রণে জটিলতা কমানোর তাগিদ দেন ব্যবসায়ীরা।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি