ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাজারে এলপি গ্যাস নিয়ে আসছে পেট্রোম্যাক্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ২৮ এপ্রিল ২০১৮

গৃহস্থালি ও পরিবহন খাতে এলপি (লিকুইফায়েড পেট্রলিয়াম) গ্যাস বাজারে সরবরাহ করবে পেট্রোম্যাক্স। ১২ ও ৩৫ কেজির দুটি ভিন্ন মাপের সিলিন্ডার বাজারজাত করবে এ প্রতিষ্ঠানটি।

শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেট্রোম্যাক্স এলপিজির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

এরই মধ্যে মোংলা বন্দর এলাকায় পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এলপিজি প্ল্যান্ট স্থাপন করেছে পেট্রোম্যাক্স।

অনুষ্ঠানে  জানানো হয়, মোংলা বন্দরের এই প্ল্যান্ট থেকে বছরে ৯০ লাখ সিলিন্ডার গ্যাস বোতলজাত করে বাজারে ছাড়বে পেট্রোম্যাক্স। এ ছাড়া ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য রূপগঞ্জে একটি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

টাঙ্গাইলে বছরে পাঁচ লাখ সিলিন্ডার তৈরি করার জন্য একটি কারখানা স্থাপন করা হয়েছে বলেও জানায় পেট্রোম্যাক্স।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘চলতি বছরে জাতীয় গ্রিডে আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।’

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি