ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পুঁজিবাজারের সব খবর   

উভয় স্টক এক্সচেঞ্জে বড় দরপতন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ৩০ এপ্রিল ২০১৮

বড় ধরনের দরপতন হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেনে ছিল মিশ্র প্রবণতা। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৭৩৯ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৯২ কোটি ৭৬ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬৫টির, আর ১৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।   

বার্ষিক সাধারণ সভা বা এজিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে ৩ মে।

স্পট মার্কেটের খবর
ফারইস্ট ফাইন্যান্স ও প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।

শেয়ারের রেকর্ড ডেট
রেকর্ড ডেটের কারণে ৩ মে আল আরাফাহ ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। পরের কার্যদিবসে আবারো লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। 

স্বাভাবিক লেনদেন শুরু
রেকর্ড ডেটের পর বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে ৩ মে। আগের কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।

প্রথম প্রান্তিক: ৮ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং  
আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।  

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি