ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এলএনজি দিয়ে বন্ধ শিল্প-কারখানা চালু হবে [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ৩০ এপ্রিল ২০১৮

কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ী থেকে তরল প্রাকৃতিক গ্যাস-এলএনজি সরবরাহ শুরু হলে বন্ধ থাকা শিল্প-কারখানা চালু করা যাবে বলে জানিয়েছেন খনিজ-জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম তাজুল ইসলাম।

পাশাপাশি বিদ্যুতখাতে গ্যাসের সংকট কাটবে বলে জানান তিনি। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি নিয়ে আসা বিশেষায়িত জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ’সব কথা বলেন তাজুল ইসলাম।

এক লাখ ৩৬ হাজার ঘন মিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি নিয়ে বেলজিয়ামের পতাকাবাহী জাহাজ এক্সিলেন্স বাংলাদেশের উপকূলীয় এলাকা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নোঙ্গর করে গেল মঙ্গলবার।

রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানী তেল বিপননকারী সংস্থা- পেট্রোবাংলা কাতার থেকে আমদানি করেছে এলএনজির এই চালানটি। ২৭৭ মিটার দীর্ঘ, ৪৪ মিটার প্রস্থের এই জাহাজটি ব্যবহার করা হচ্ছে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা ভাসমান টার্মিনাল হিসেবে।

রোববার জাহাজটি পরিদর্শনে যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান জানান, এলএনজি সরবরাহের ফলে শিল্পখাতে গ্যাসের সংকট অনেকটাই কাটবে।

ভাসমান এই টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ হলে বন্ধ থাকা কারখানা চালু হওয়ার পাশাপাশি বিদ্যুত উৎপাদনে গ্যাস সংকট দূর হবে বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম।

এই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহের জন্য ইতোমধ্যে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত ৩০ ইঞ্চি ডায়ামিটারের ৯১ কিলোমিটার গ্যাস লাইন স্থাপন করা হয়েছে। এখন চলছে আনোয়ারার বৈরাগ থেকে ফৌজদারহাট পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় ৪২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপনের কাজ।

ভিডিও: 

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি