ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জনতা ব্যাংকে ডিএমডি পদে তাজুল ইসলামের পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১ মে ২০১৮

জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এম তাজুল ইসলাম পদোন্নতি পেয়ে গতকাল সোমবার বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।

তাজুল ইসলাম ১৯৬২ সালের ২০ জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ইমাম শরীফ ও মাতা মরহুমা কুনছুমা খাতুন।

তাজুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংক লিমিটেডের দেশ-বিদেশের বিভিন্ন শাখাসহ চট্টগ্রামে দীর্ঘ দুই যুগ এ ব্যাংকের শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৫ সালের আগস্ট মাসে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি লাভ করেন তিনি। তিনি সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও ফিলিপাইনসহ অনেক দেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

তাজুল ইসলাম পেশাগত জীবনের বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এলামনাই অ্যাসোসিয়েশন, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ব্যাচ-৮৩, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম ও ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর আজীবন সদস্য।

ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। নার্গিস সুলতানা (রীনা) তার সহধর্মিণী।

আআ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি