ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আজ ফিলিপাইন যাচ্ছেন অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২ মে ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ফিলিপাইন যাচ্ছেন আজ বুধবার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের সভায় যোগ দিতে রাত ১১টা ৫৫ মিনিটে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পথে ঢাকা ত্যাগ করবেন তিনি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আবদুল মুহিত বোর্ড অব গভর্নরস এর সভায় যোগদান ছাড়াও ফিলিপাইনের অর্থমন্ত্রী, এডিবির প্রেসিডেন্ট, ১২তম সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠক, এসডিএফ গভর্নিং কাউন্সিলের সভা, এশিয়া-প্যাসিফিক গ্লোবালবিষয়ক কানাডার প্রতিনিধি সভা ও জেবিআইসি প্রতিনিধি সভায় যোগ দেবেন।

অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম ম্যানিলা যাবেন। আগামী ৬ মে মুহিতের দেশে ফেরার কথা রয়েছে।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি