ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সুপেয় পানি খাতে বাজেট বরাদ্দ বড়াতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ৫ মে ২০১৮

গ্রামাঞ্চলের ১৩ শতাংশ মানুষ এখনও সুপেয় পানি সুবিধার বাহিরে রয়েছে বলে জানিয়েছেন বক্তারা। তারা বলেন, দেশের সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি এসডিজি অর্জনে পানি ও স্যানিটেশন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে এ খাতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। শনিবার ইত্তেফাকের কার্যালয়ে ডরপ ও ইত্তেফাকের-এর যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট ২০১৮-১৯ প্রেক্ষিত এসডিজি-৬’  শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান।

বক্তারা বলেন, নিরাপদ পানি ব্যবস্থাপনায় বাজেট বৃদ্ধি প্রয়োজন। তবে বাজট বৃদ্ধির করাই নয়, এর যথাযথ বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তারা।

ইত্তেফাকের অর্থ ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জামাল উদ্দীনের সঞ্চালনায় এবং ইত্তেফাকের বার্তা সম্পাদক মলয় পাঁড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন (চাঁদপুর-লক্ষীপুর) এর সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা।

ডরপ এর চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদারের স্বাগত বক্তব্যে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর ও ডরপ-এর গবেষণা পরিচালক মোহাম্মদ যোবায়েদ হাসান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম হোসনে আরা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, ডরপ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হামিদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি