ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পুঁজিবাজারের সব খবর

সূচক কমলেও বেড়েছে লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ৬ মে ২০১৮

সূচক কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৬৯৪ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৫৩১ কোটি ৬৭ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৮৩টির, আর ২৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


প্রথম প্রান্তিক: ৮ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং
বিডি ফাইন্যান্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

তৃতীয় প্রান্তিক: ৯ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং
তাল্লু স্পিনিং, মিথুন নিটিং ও বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


প্রথম প্রান্তিক: ৯ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং
প্রিমিয়ার লিজিং, ইস্টার্ন ব্যাংক, উত্তরা ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


প্রথম প্রান্তিক: ১০ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং
মর্কেন্টাইল ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ মে। সভায় ৩১শে ডিসেম্বর ২০১৭ সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।


প্রথম প্রান্তিক: ১৩ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং
তাকাফুল ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।


প্রথম প্রান্তিক: ১৪ মে যেসব কোম্পানির বোর্ড মিটিং
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি