ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ওয়াইসি কর্মকর্তার সোস্যাল ইসলামী ব্যাংক পরিদর্শন      

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩২, ৭ মে ২০১৮

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামীক সলিডারিটি ফান্ডের স্থায়ী কাউন্সিলের প্রেসিডেন্ট নাসের বিন আব্দুল্লাহ বিন হামদান আল জাবি সোমবার সোস্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন । পরিদর্শন শেষে তিনি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।    

এ সময় সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, এসআইবিএল শরী’আহ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। নাসের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সোস্যাল ইসলামী ব্যাংকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং দারিদ্র বিমোচনে বিভিন্ন কর্মসূচী গ্রহণের উপর গুরত্বারোপ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি