ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

খুলনা-দর্শনা ডাবল লাইন রেলওয়ে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ৭ মে ২০১৮

ইন্ডিয়ান সেকেন্ড লাইন অব ক্রেডিট-এর আওতায় ঢাকা-খুলনা খুলনা-চিলাহাটি করিডোরে বাংলাদেশ রেলওয়ের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে খুলনা-দর্শনা সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণের একটি বৃহৎ উদ্যোগ নিয়েছে সরকার।

পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ ব্যাপারে একটি প্রকল্প বিবেচনা করা হতে পারে।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। 

সরকারি সূত্রে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ রেলওয়ে ৩৫০৬.৭৫ কোটি টাকা ব্যয়ে ‘কন্সট্রাকশন অব ডাবল লাইন রেলওয়ে ট্র্যাক অন খুলনা-দর্শনা জাংশান সেকশন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের মোট ব্যয়ের ২৬৮৯.৯২ কোটি টাকা ভারতের সেকেন্ড লাইন অব ক্রেডিট থেকে প্রকল্প সহযোগিতা হিসেবে পাওয়া যাবে। অবশিষ্ট ৮১৬.৮২ কোটি টাকা রাষ্ট্রীয় তহবিল থেকে বহন করা হবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে রেলপথে যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে এবং এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

এই প্রকল্পের আওতায় খুলনা-দর্শনা সেকশনে প্রায় ১২৬.২৫ কিলোমিটার বিজি রেলওয়ে ট্র্যাক ডাবল লাইনে উন্নীত হবে। বাসস

আর/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি