ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

যমুনা ব্যাংকের ২য় ডিজিটাল ব্যাংকিং সেন্টারের উদ্বোধন    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ৭ মে ২০১৮

যমুনা ব্যাংক লিমিটেড এর ২য় ডিজিটাল ব্যাংকিং সেন্টার ‘যমুনা ব্যাংক স্পীড’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি নারায়নগঞ্জের তারাবো পৌরসভার রূপগঞ্জে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেন্টারটি উদ্বোধন করেন তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।      

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম সাইফুদ্দীন আহমদ। এসময় ব্যাংকের হেড অব কার্ড আদনান মাহমুদ আশরাফুজ্জামানসহ নারায়নগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। 

যমুনা ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সেন্টারের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন ছাড়াও গ্রাহকদের জন্য উল্ল্যেখযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে, বিভিন্ন ইউটিলিটি বিল প্রদান,শিক্ষার্থীদের বেতন প্রদান,বিভিন্ন সরকারী রাজস্ব প্রদানসহ আরো অন্যান্য সুবিধাসমূহ।  

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি