ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ডাবল লাইনে উন্নীত হচ্ছে ‘খুলনা-দর্শনা’ রেলপথ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ৮ মে ২০১৮ | আপডেট: ২২:৫০, ৮ মে ২০১৮

খুলনা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত ১২৬ কিলোমিটার রেলপথ ডাবল লাইনে উন্নীত করতে সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।  

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এ প্রকল্প বাস্তবায়নের জন্যে ভারত সরকারের দ্বিতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার যোগান দিবে বাকি ৮০০ কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভার পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বর্তমান সিঙ্গেল লাইনের কারণে দুটি ট্রেন চলাচলে দীর্ঘ সময় লাগতো। ডাবল লাইন নির্মাণ হলে দুর্ভোগ কমবে, সময় বাঁচবে।’

তিনি আরও বলেন, ১৪ দশমিক ৪০ কিলোমিটার নতুন ব্রডগেজ লাইন নির্মাণ, একটি ‘মেজর’ ও নয়টি মাইনর ব্রিজ, ১৩০টি আরসিসি বক্স কালভার্ট, সাতটি স্টেশন বিল্ডিং নির্মাণ, নয়টি স্টেশন বিল্ডিং সংস্কার, ২৫টি প্ল্যাটফর্ম নির্মাণ এবং সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হবে।

মন্ত্রী জানান, মঙ্গলবারের বৈঠকে ১৩ হাজার ২৮৮ কোটি টাকার মোট ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৭ হাজার ৫০ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৪২ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা বাবদ প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকার যোগান দেওয়া হবে।    

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি