ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ব্যাংক কমিশন গঠন করবো : অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৯ মে ২০১৮

ব্যাংক খাতটিকে ঠিক করার জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর র‍্যাডিসন ব্লুতে বাজেট নিয়ে আয়োজন করা অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ এর আলোচনাসভায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

বিদ্যুৎ খাতের অবস্থা এখন ভালো অবস্থায় আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সাল পর্যন্ত যে বিদ্যুৎ দরকার সেটির ব্যবস্থা আছে।

তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানি খাত সবসময় অগ্রাধিকার পায়। কারণ এটি না থাকলে কোনও উন্নয়ন সম্ভব নয়।

বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি আসছে বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি