ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইয়ামাহা স্পিড গার্ল কনটেস্ট জয়ী জুঁই প্রেইরী ও আনুস্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ৯ মে ২০১৮

এসিআই সেন্টারে আয়োজিত হয়েছে ‘ইয়ামাহা স্পিড গার্ল’র সিলেকশন রাউন্ড। গতকাল মঙ্গলবার এই সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে তিন তরুণীকে বিজয়ী ঘোষণা করা হয়।

ইয়ামাহার সঙ্গে কাজ করার সুযোগ এবং বাংলাদেশে খুব শিগগিরই বাজারজাত হতে যাওয়া YAMAHA R15 V3 এবং FZs Fi ২০১৮ মডেলের সঙ্গে ফটোশুটের সুযোগ পেতে ২০০০ এরও বেশি প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। ইয়ামাহার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তারা এতে অংশ নেয়।

প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন সিলেকশন প্রক্রিয়া শেষে সম্প্রতি সেরা ২০ জন প্রতিযোগী থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হয়।

নির্বাচিত সেরা তিনজন ইয়ামাহা স্পিড গার্ল হলেন- জয়নব আলম জুঁই, প্রেইরী আজাদ ও আনুস্কা আসরাফিন।

বিজয়ী তিনজন পুরস্কার হিসেবে পাবেন YAMAHA R15 V3 এবং FZs Fi ২০১৮  মডেলের সঙ্গে ফটোগ্রাফার কৌশিক ইকবাল এবং বুলবুল টুম্পার কোরিওপ্রাফিতে ফটোশুটের সুযোগ, সঙ্গে থাকছে থাইল্যান্ড ট্যুর।

 সংবাদ বিজ্ঞপ্তি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি