ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মেটলাইফ ফাউন্ডেশন প্রতিযোগিতার বিজয়ী আপন ওয়েলবিং লিমিটেড   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ১০ মে ২০১৮

বাংলাদেশে মেটলাইফ ফাউন্ডেশন ইনক্লুশন প্লাস প্রতিযোগিতার বিজয়ী হয়েছে আপন ওয়েলবিং লিমিটেড। সম্প্রতি এ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। মেটলাইফ ফাউন্ডেশন ও ভার্ব যৌথভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।  

মধ্যম আয়ের মানুষের আর্থিক প্রয়োজনের ওপর জোর দিয়ে কাজ করা উদ্যোক্তা ও অলাভজনক সামাজিক উন্নয়ন সংস্থার জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল। ৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে আপন ওয়েলবিং লিমিটেড গ্র্যান্ড পুরস্কার এ প্রতিযোগিতায় বিজয়ী হয়। বিজয়ী হিসেবে ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজ মানি পেয়েছে প্রতিষ্ঠানটি।

তৈরি পোশাক কর্মীদের আয় বৃদ্ধি, স্বাস্থ্য বীমার সুবিধা এবং আর্থিক পরিষেবাগুলিতে সচেতনতা তৈরি ও অন্তর্ভুক্তির মাধ্যমে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার প্রয়াশেই আপন ওয়েলবিং এর যাত্রা শুরু হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ফ্যাক্টরি এবং কমিউনিটি ভিত্তিক আপন এর ছাড়কৃত দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকানগুলিই এই উদ্ভাবনী সেবার কেন্দ্রস্থল, যেখানে শ্রমিকরা কম দামে ভালো পন্য কেনার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও জীবন বীমা স্কিমের আওতায় আসতে পারে যা তাদের নানা রকম আর্থিক ক্ষতি বা প্রয়োজনে ভবিষ্যতে সাহায্য করবে। এছাড়া সঞ্চয় সুবিধা সেবাও দেয় প্রতিষ্ঠানটি। 

যেসব সংস্থা বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তিতে অগ্রগ্রামী ভূমিকা রাখছে তাদের জন্য প্রথমবারের মতো অনুষ্ঠিত অভিনব এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে মেটলাইফ ফাউন্ডেশন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্যোগসমূহের প্রবৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখতে মেটলাইফ থেকে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী প্রতিযোগিতায় প্রশিক্ষক, বিচারক ও পরামর্শদাতা হিসেবে অংশ নিয়েছেন এবং সহায়তা প্রদান করেছেন।   

আপন ওয়েলবিং এর কর্ণধার সাইফ রাশিদ বলেন, “এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। ফাইনাল এর বিচারকরা সবাই ছিলেন দেশের প্রথিতযশা ব্যক্তিরা যারা দিরঘদিন ধরে ইনোভেসন ও আর্থিক ক্ষমতায়নে কাজ করে আসছে। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগের যে দীর্ঘ কয়েক মাসের যাত্রা ছিল, তার পুরটাই ছিল নিজের প্রজেক্টটাকে কিভাবে আর উন্নত ও টেকসই করা যায় তার উপর ফিডব্যাক নেয়া বিচারক ও মেনটরদের কাছ থেকে। এই গ্রান্ট এর অর্থ আমার পরিকল্পনাকে আর ত্বরান্বিত করতে সহায়তা করবে।’’ 

আপন ওয়েলবিং ছাড়াও প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ২৫ হাজার মার্কিন ডলার জিতে নেয় সপ আপ এবং তৃতীয় পুরস্কার ১২ হাজার মার্কিন ডলার জিতে নেয় গ্রীন ডেলটা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়াও শক্তি ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন উভয়েই জিতে নেয় রানারস-আপ এর পাঁচ হাজার মার্কিন ডলার এর চেক ।

গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন অ্যানজিও অ্যাফ্যাআরস ব্যুরো- এর ডেপুটি জেনেরাল কে এম আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে বলেন, “মেটলাইফ একটি জীবনবিমা প্রতিষ্ঠান যা এই দেশে বহু বছর ধরে ব্যাবসা করে চলেছে। এ রকম একটি সামাজিক উদ্যোগ আছে জানতে পেরে আমার ভালো লেগেছে। মেটলাইফ ফাউন্ডেশন এর মাধ্যমে বিভিন্ন দেশে যে আর্থসামাজিক  উন্নয়ন খাতে সংস্থাটি বিনিয়োগ করছে, তা প্রশংসনীয়, পাশাপাশি এরকম বিভিন্ন উদ্দ্যগকে প্রতিযোগিতার মাধ্যমে উদবুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটিকে আমি সাধুবাদ জানাই।’’

//এস এইচ এস//এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি