ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

কমলগঞ্জে পিকেএসএফের সমৃ‌দ্ধি কর্মসূচির উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ১১ মে ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউ‌নিয়‌নে পল্লী কর্ম-সাহয়ক ফাউন্ডেশন (পিকেএসএফের) সমৃ‌দ্ধি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার একই অনুষ্ঠা‌নে পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ কে ‘নাগ‌রিক সংবর্ধনা’ দেওয়া হয়।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশ‌নের সাধারণ পর্ষদ সদস্য ড. শ‌ফি আহমদ ও উপ ব্যবস্থাপনা প‌রিচালক ড. জসিম উদ্দিনসহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়নসমুহের সমৃদ্ধি ওয়ার্ড সমন্বয় কমিটির সদস্যবৃন্দ,  হীড-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি`র আওতায় নিয়োজিত শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি