ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ এমবিএ এসোসিয়েশনের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৪ মে ২০১৮

বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন (বিএমবিএএ) ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় আইবিএ এলামনাই ক্লাবে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন যথাক্রমে আগের কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন ও শেখ আবুল হাশেম। নাজমুল হাসান পাপন একজন সাংসদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বেও আছেন। 

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন-এর বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক সাইফুল মজিদ এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান জনাব সুফী মিজানুর রহমান।

বাংলাদেশ এমবিএ এসোসিয়েশন (বিএমবিএএ) বাংলাদেশ-এর এমবিএ ডিগ্রিধারীদের প্রাচীনতম নিবন্ধিত সমিতি। এটি ১৯৮৬ সালে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, করাচী বিশ্ববিদ্যালয়ের আইবিএ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড বিজনেস স্কুল, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ারটন বিজনেস স্কুল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি-এর স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল এবং অনুরূপ অরো কিছু জ্যেষ্ঠ্য বাংলাদেশী এমবিএ ডিগ্রিধারীদের দ্বারা গঠিত হয়।

বাংলাদেশের এমবিএ ডিগ্রিধারীদের একটি শক্তিশালী পেশাদার সংস্থা গঠনের লক্ষ্যে বিএমবিএএ অঙ্গীকারবদ্ধ; যাতে তারা পেশাদারী উন্নয়ন প্রদানের পাশাপাশি ব্যবসায়িক সম্প্রদায় এবং প্রাসঙ্গিক সরকারী সংস্থা নিয়োজিত জাতীয় নীতিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি