ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ব্যাংক এশিয়া কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ১৬ মে ২০১৮

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়ার ২১ কর্মকর্তাদের মাসব্যাপী ৪৬তম বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় ব্যাংকটির নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউশনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলন ব্যাংক এশিয়া ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ব্যাংক এশিয়ার মানব সম্পদ বিভাগের প্রধান কেএস নাজমুল হাসান, ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রন ও পরিপালন বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোহাম্মেদ আমিনুল ইসলাম মিন্টু, প্রশিক্ষণ বিভাগের প্রধান মোঃ আজহারুল ইসলাম এবং সুজিত কুমার সেন সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ব্যাংক এশিয়া সর্বদা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিভাগ এ জন্য সর্বদা সচেষ্ট ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে।

এসএইচএস/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি