ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

রমজান উপলক্ষে কাঁচাবাজার চড়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৭ মে ২০১৮

রমজান উপলক্ষে কাঁচাবাজার চড়া। তবে এবার কিছুটা স্থিতিশীল মুদিবাজার। সবজি-মাছ-মুরগীর দাম বাড়লেও ছোলা-পেঁয়াজ-আলু-চিনি’র বাড়েনি। গরু-খাসির মাংসের দামও অপরিবর্তিত।

রমজান আসছে, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ধর্মপ্রাণ মুসলিমরা। তবে সংযম সাধনার মাসে অসংযত রাজধানীর কাঁচাবাজার। কয়েকদিনের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত। (গ্রাফিক্স) বেশি দামে বিক্রি হচ্ছে সবধরণের সবজি।

একই চেহারা মাছের বাজারে। সিটি করপোরেশন নির্ধারিত দামেই গরু-খাসির মাংস বিক্রি হচ্ছে, তবে সবজির সাথে পাল্লা দিয়েছে মুরগি।

খেজুরের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে অন্যান্য ফলের দাম।

তবে দামের খুব একটা পরিবর্তন হয়নি মুদি বাজারে। নাগালের মধ্যেই রয়েছে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য।

খুচরা বাজারে ছোলা সত্তর থেকে পঁচাত্তর, খেশারির ডাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর চিনি বিক্রি হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা। বাড়েনি আলু, পিঁয়াজ কিংবা আদা, রসুনের দামও।

রাজধানীর ৩২টি পয়েন্টে ৫ ধরনের মুদিপণ্য বিক্রি করছে টিসিবি। তবে সরবরাহ কম থাকার অভিযোগ করছেন ক্রেতারা।

মধ্যসত্বভোগীদের দৌরাত্ব কমানো গেলে বাজার স্থিতিশীল  রাখা সম্ভব বলে মনে করেন ক্রেতারা। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি