ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পুঁজিবাজার চাঙ্গা করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ১৭ মে ২০১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের পুঁজিবাজার চাঙ্গা করতে শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী মাসে বাজেট ঘোষণার পর পুঁজিবাজারের বড় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দীর্ঘমেয়াদি অর্থায়নবিষয়ক এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী মুহিত বলেন, বাজেট প্রণয়নের পর পুঁজিবাজার চাঙ্গা করতে এ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বসবো।

পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, আগামীতে ব্যাংকিং খাত নয়, পুঁজিবাজারই হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম জায়গা। অর্থমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফান পুঁজিবাজার সংস্কারের তাগিদ দেন।

কিমিয়াও ফান বলেন, দেশের জন্য দীর্ঘমেয়াদি পুঁজিবাজার, একটি দীর্ঘমেয়াদি অর্থায়ন কৌশল গ্রহণ করতে হবে।

গভর্নর ফজলে কবীর বলেন, অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিয়ে চ্যালেঞ্জের মুখে আছে। দীর্ঘমেয়াদি সঞ্চয় নিয়েও সমস্যা আছে।

পুঁজিবাজারের সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে দেশের বন্ড মার্কেটের সম্ভাবনার কথাও তুলে ধরেন বিশেষজ্ঞরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি