ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদে পোশাক শ্রমিকরা ছুটি পাবেন ৩ দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ১৬ জুলাই ২০২০

সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে। একইসঙ্গে তাদের জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসও পরিশোধ করা হবে। বৃহস্পতিবার, সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে একথা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সভায় মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদের ছুটি তিনদিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি